হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ইরাকি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
ইরাকের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩০ জনের প্রাণহানির ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি।
বাগদাদের ইবনে আল খাতিব নামে ওই হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ এপ্রিল অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর আনাদোলুর।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি তার পদত্যাগপত্র জমা দেন।
দেশটির প্রধানমন্ত্রী মুসতাফা আল-কাদিমি স্বাস্থ্যমন্ত্রীর ওই পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি কাজ শুরু করার পর স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি তার পদত্যাগপত্র জমা দেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন