
রাবিতে নিয়োগ: আলোচনায় ১৪১ বনাম ৫৪৪ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য আবদুস সোবহান তাঁর শেষ কর্মদিবসে ১৪১ জনকে নিয়োগ দিয়েছেন। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আলোচনায় আসছে বিতর্কিত আরও এক নিয়োগের ঘটনা। ২০০৪ সালে তৎকালীন উপাচার্য ফাইসুল ইসলাম ফারুকী ৫৪৪ জনকে নিয়োগ দিয়েছিলেন। সেই নিয়োগ নিয়েও তখন চরম বিতর্কের সৃষ্টি হয়েছিল। মামলা হয়েছিল। ওই ৫৪৪ জনের মধ্যে শ দেড়েক কর্মচারীর নিয়োগ আজও পাকাপোক্ত হয়নি। তাঁরা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছেন। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে তুমুল আলোচনা চলছে। উঠে আসছে ১৭ বছর আগের আলোচিত ৫৪৪ কর্মচারী নিয়োগের কথাও। যেসব পদে এই নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে আগের বিজ্ঞাপিত কিছু পদও। সেই বিজ্ঞপ্তির বিপরীতে চাকরিপ্রার্থীরা আবেদন করেছেন। কিছু পদে পরীক্ষাও হয়েছে। ওই চাকরিপ্রার্থীদের মধ্যে কেউ মামলা করলেই এই অ্যাডহক নিয়োগ বাতিল হয়ে যেতে পারে। বিশ্ববিদ্যালয় সূত্র ও নিয়োগ তালিকা থেকে জানা যাচ্ছে, এবার নিয়োগ পাওয়া ১৪১ জনের মধ্যে রয়েছেন ৯ জন শিক্ষক, ২৩ জন কর্মকর্তা, ৮৫ জন নিম্নমান সহকারী এবং ২৪ জন সহায়ক কর্মচারী। তাঁদের মধ্যে বিশ্ববিদ...